বরফের একটি টুকরো হাতে নিয়ে খুব মনোযোগের সঙ্গে দেখছে মন্টুর বাপ! মন্টুর মা বিষয়টি খেয়াল করছিল অনেকক্ষণ ধরে। শেষে আর না পেরে মুখ খুললো: বরফের দিকে অমনভাবে তাকিয়ে কী খুঁজছো? এটাকে কি হীরা মনে করছো?
মন্টুর বাপ: আরে না...
মন্টুর মা: তবে!
মন্টুর বাপ: বোঝার চেষ্টা করছি এর থেকে পানি লিক করছে ঠিক কোন জায়গাটা থেকে...