বেজেল লেস ডিসপ্লের ফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওনি। মডেল জিওনি এম সেভেন প্লাস। এই ফোনটিতে ৬ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। শিগগিরই ফোনটি বাজারে আসবে বলে জিওনি ইঙ্গিত দিয়েছে।
ফোনটির ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ৬ জিবি র্যামের এই ফোনটিতে ৬৪ জিবি রম ব্যবহার করা হয়েছে।
বড় ডিসপ্লের এই ফোনটি অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেমে চলবে। সঙ্গে থাকছে অ্যামিগো ওএস ৫.০ স্কিন।
ফোনটির দাম কেমন হবে সে সম্পর্কে জিওনি কোনো আভাস দেয়নি।