সনির নতুন দুই ফোন

মোবাইল ফোন রিভিউ October 29, 2017 1,069
সনির নতুন দুই ফোন

নতুন দুই ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। এগুলো হলো-সনি এক্সপেরিয়া আর ওয়ান প্লাস এবং এক্সপেরিয়া আর ওয়ান।


ফোন দুইটি ভারতের বাজারে পাওয়া যাবে ১০ নভেম্বর থেকে। ভারতের বাজারে ফোন দুইটির দাম যথাক্রমে ১৪ হাজার ৯৯০ রুপি এবং ১২ হাজার ৯৯০ রুপি। কালো ও রুপালি রঙে ফোনগুলো মিলবে।


সনি এক্সপেরিয়া আর ওয়ান প্লাস ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির টিএফটি এইচডি ডিসপ্লে। এটি অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেম চালিত। এতে আছে ৩ জিবি র‌্যাম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ চিপসেট।


এটি ৩২ জিবি বিল্টইন মেমোরিতে পাওয়া যাবে। মেমোরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


ছবির জন্য ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের এক্সমোর সনি সেন্সর সম্বলিত ক্যামেরা। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।


অন্যদিকে সনি এক্সপেরিয়া আর ওয়ান ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির টিএফটি এইচডি ডিসপ্লে। অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ২ জিবি র‌্যাম রয়েছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।


সাশ্রয়ী দামের এই ফোনটির বিল্টইন মেমোরি ১৬ জিবি। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। ছবির জন্য ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।