দুইয়ে দুইয়ে কত হয়

ইন্টারভিউ কৌতুক October 29, 2017 4,885
দুইয়ে দুইয়ে কত হয়

এক ব্যবসায়ী চাকরীপ্রার্থীদের ইন্টারভিউ নিচ্ছিলেন ‘ডিভিশনাল ম্যানেজার’ পদের জন্য। তিনি একটি পরিকল্পনা নিলেন- কী করে উত্তম প্রার্থীকে বেছে নেওয়া যায়। তিনি প্রত্যেক প্রার্থীকে জিজ্ঞেস করলেন-


ব্যবসায়ী : বলুন তো, দুইয়ে দুইয়ে কত হয়?


সাংবাদিক প্রার্থী : বাইশ।


ইঞ্জিনিয়ার প্রার্থী : ৩.৯৯৯ থেকে ৪.০০১ এর মধ্যে হবে।


আইনজীবী প্রার্থী : জেনকিনস ভার্সেস স্মিথ কেইসটির মতে, দুইয়ে দুইয়ে চার প্রমাণিত।


সবশেষে অ্যাকাউন্টেন্ট প্রার্থী প্রশ্ন শুনেই চেয়ার থেকে উঠে দরজা বন্ধ করে দিয়ে এসে বসলেন। ডেস্কের মধ্যে হেলান দিয়ে নিচু স্বরে বললেন-


অ্যাকাউন্টেন্ট প্রার্থী : কত হওয়াতে চান দুইয়ে দুইয়ে?