এক বেকার লোক অনেকদিন ধরে চাকরি খুঁজছিল। একদিন পত্রিকায় একটা চাকরির বিজ্ঞাপন দেখল। বেতন-টেতন দেওয়া হবে না, শুধু তিনবেলা খেতে দেওয়া হবে। তবে শর্ত আছে, চাকরিপ্রার্থীর সাইকেল থাকতে হবে। লোকটা ভাবল, বেকারই তো আছি। যাই, গিয়ে দেখি কয়েকদিন খাওয়া-দাওয়ার ব্যবস্থা তো অন্তত হবে।
লোকটা সাইকেল নিয়ে চাকরিদাতার বাড়ি গেল।
চাকরিদাতা : আপনিই চাকরিপ্রার্থী?
প্রার্থী : হ্যাঁ। প্লিজ আমাকে চাকরিটা দিন। বড় বিপদে আছি। একটা চাকরির খুবই প্রয়োজন।
চাকরিদাতা : ঠিক আছে, তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ুন।
প্রার্থী : কিন্তু আমার কাজটা কী?
চাকরিদাতা : এখান থেকে তিন কিলোমিটার দূরে মসজিদে প্রতিদিন খাবার বিতরণ করা হয়। সেখানে তিনবেলা খেয়ে আসবেন আর আসার সময় আমার জন্য নিয়ে আসবেন!