ইংরেজি পারি না

ইন্টারভিউ কৌতুক July 4, 2017 3,413
ইংরেজি পারি না

ইন্টারভিউ বোর্ডে এক যুবককে প্রশ্ন করা হলো-


প্রশ্নকর্তা : বল তো ‘ডাক্তার আসার আগেই রোগী মারা গেল’- এর ইংরেজি কী হবে?


প্রার্থী : এর ইংরেজি পারি না স্যার।


প্রশ্নকর্তা : তাহলে কোনটা পারো?


প্রার্থী : আরবিটা পারি।


প্রশ্নকর্তা : আরবিটা পার? ঠিক আছে বল।


প্রার্থী : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!