মেন্টালি পাংচার্ড

ইন্টারভিউ কৌতুক October 19, 2017 3,368
মেন্টালি পাংচার্ড

প্রতিষ্ঠানের এমডি বেকার এক তরুণ চাকরির ইন্টারভিউ নিচ্ছেন -


এমডি : আপনার নাম?


প্রার্থী : এমপি, স্যার।


এমডি : এমপি! মানে?


প্রার্থী : মানিক প্রধান, স্যার।


এমডি : আপনার পিতার নাম?


প্রার্থী : এমপি, স্যার।


এমডি : মানে?


প্রার্থী : মুকুল প্রধান, স্যার।


এমডি : আপনার যোগ্যতা?


প্রার্থী : এমপি, স্যার।


এমডি : (রাগ করে) এটা আবার কোন এমপি?


প্রার্থী : মেট্রিক পাস, স্যার।


এমডি : আপনি চাকরি খুঁজছেন কেন?


প্রার্থী : এমপি, স্যার।


এমডি : আবারো এমপি?


প্রার্থী : মানে- মানি প্রবলেম, স্যার।


এমডি : আপনি এবার আসতে পারেন।


প্রার্থী : এমপি, স্যার?


এমডি : এখানেও এমপি! এইটার মানে কী?


প্রার্থী : মাই পারফর্মেন্স মানে আমার বিষয়ে আপনাদের মূল্যায়ন?


এমডি : এমপি!!!


প্রার্থী : (চমকে গিয়ে) এই এমপির মানে কি, স্যার?


এমডি : মেন্টালি পাংচার্ড… মানে আপনার মানসিকতার চাকা পাংচার হয়ে গেছে...