নেক্সট জেনারেশন রেডমি স্মার্টফোন বাজারে আনছে শাওমি। গত সপ্তাহেই চীনে রেডমি ৫এ লঞ্চ করার কথা ঘোষণা হয়েছে। এইসব ফোনের মধ্যে সেরা হল রেডমি নোট ৪-এর নেক্সট জেনারেশন ফোন, রেডমি নোট ৫।
সম্প্রতি বাজারে কিছু ইনফো ফাঁস হয়েছে। সেই অনুযায়ী রেডমি নোট ৫-এর কিছু ফিচার্স সামনে এসেছে। কারণ চাইনিজ সার্টিফিকেশন সাইট টিইএনএএ-তে ইতোমধ্যেই দেখা মিলেছে এ ফোনের।
আগে ভাবা হয়েছিল এই ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। কিন্তু টিইএনএএ-তে দেখা যাচ্ছে এর সিঙ্গেল রিয়ার ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ওপরেই রয়েছে এটি।
শাওমির নতুন ফোনটিতে থাকছে ৫.৯৯ ইঞ্চির ফুলএইচ ডিসপ্লে। অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। কর্নার গুলো রাউন্ডেড এবং স্লিম বেজলে। অনেকটা মি মিক্স টুর মতই
দুটি ভেরিয়েন্টে আসতে পারে এই ফোন। একটিতে ৩জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ অন্যটিতে ৪ জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ। স্মার্টফোনের পাওয়ার ৬৩০ চিপসেট।