এক বন্ধুর সাথে আরেক বন্ধুর দেখা। একজন অপরজনকে জিজ্ঞাসা করল-
প্রথম বন্ধু : দুপুরে কী খেয়েছো?
অপর বন্ধু : বাবা বাজার থেকে ৫শ’ গ্রাম মাংস এনেছিলু। তার থেকে মা আদ্দেক রান্না করলো, বাকি আদ্দেক ফ্রিজে তুলে রাখলু। দিদি এসেছিলো জামাইবাবু আর বাচ্চাদের নিয়ে।
আমরা সবাই মাংস দিয়ে দুপুরে ভাত খেলুম। বাবা বলায় মা পাশের বাসার সুশীল কাকুকেও কিছুটা দিয়ে এসেছে। মা আবার বাটিতে করে রাতের জন্য একটু তুলে রাখলো। যা মজা করে খেলুম না!