চিকন বেজেলে বাজারে আসছে এইচটিসি ইউ১১ প্লাস

মোবাইল ফোন রিভিউ October 24, 2017 1,062
চিকন বেজেলে বাজারে আসছে এইচটিসি ইউ১১ প্লাস

ইউ১১ স্মার্টফোনের নতুন সংস্করণ ইউ১১ প্লাস স্মার্টফোনটি এ বছরের নভেম্বরে জনসমক্ষে উন্মোচন করবে এইচটিসি। তবে চীনা সার্টিফিকেশন ওয়েবসাইট টিনাতে সম্প্রতি স্মার্টফোনটির কিছু তথ্য ফাঁস হয়েছে। সংবাদমাধ্যম ড্রয়েড লাইফ এসব তথ্য প্রকাশ করেছে।


ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ইউ১১ প্লাস স্মার্টফোনটি ইউ১১ স্মার্টফোন থেকে কিছুটা বড়। ফোনটিতে ৬ ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে গুজব উঠেছে। তাছাড়া ফোনটির বডি অনুপাত ১৮:৯ হবে। হ্যান্ডসেটটির পিছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।


টিনাতে ফোনটির ফিচার সম্পর্কিত তথ্য অনুপস্থিত ছিল। তবে অনলাইনে ফাঁস হওয়া আগের তথ্য অনুযায়ী, ইউ১১ প্লাস স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেস, ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং আইপি৬৮ পানি নিরোধক ক্ষমতা থাকবে। ফোনটি দুটি সংস্করণে বাজারে আসবে। ৪জিবি র‌্যাম, ৬৪জিবি স্টোরেজ এবং ৬জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি বাজারে আসবে। হ্যান্ডসেটটি ২ নভেম্বর জনসমক্ষে উন্মোচন করবে এইচটিসি। তখনই বোঝা যাবে ফাঁস হওয়া এসব তথ্য কতুটুক সত্য।