ডুয়াল রিয়ার ক্যামেরাযুক্ত মটো গ্রিন পোমেলো উন্মুক্ত

মোবাইল ফোন রিভিউ October 20, 2017 1,018
ডুয়াল রিয়ার ক্যামেরাযুক্ত মটো গ্রিন পোমেলো উন্মুক্ত

মটো গ্রিন পোমেলো নামে চীনে নতুন স্মার্টফোন উন্মুক্ত করেছে লেনোভো মালিকানাধীন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। রোজ গোল্ড এবং কুল ব্লাক রঙে ২৪৪ মার্কিন ডলারে স্মার্টফোনটি বাজারে আসবে।


মটো গ্রিন পোমেলো স্মার্টফোনে ১০৮০*১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে আছে। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের লেয়ার আছে। স্মার্টফোনটি সম্প্রতি উন্মোচিত মটো জি৫এসের মতো দেখতে। ফোনটির রিয়ার প্যানেলে মটো লোগোসহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।


কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর ক্লকড ১.৪ গিগাহার্টজ বিশিষ্ট ফোনটি অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেমে চলে। হ্যান্ডসেটটি ৪জিবি র‌্যাম এবং ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ সমর্থন করে। এতে আলাদা মাইক্রোএসডি কার্ডও ব্যবহার করা যাবে।


হ্যান্ডসেটটিতে এলইডি ফ্ল্যাশ, এফ/২.০ অ্যাপার্চারসহ ১৬ মেগাপিক্সেল রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা আছে। এতে ২৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। হ্যান্ডসেটটি ফোরজি, ভিওএলটিই, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং জিপিএস সংযোগ সমর্থন করে।