ধুলাবালি, মরা চামড়া, ও তেল জমে লোমকূপ বন্ধ হয়ে সৃষ্টি হয় ব্ল্যাকহেডস। এতে কালচে দেখায় ত্বক। ঝটপট ব্ল্যাকহেডস দূর করতে পারেন টুথপেস্ট ও লবণের সাহায্যে। জেনে নিন কীভাবে।
যেভাবে টুথপেস্টের ফেসপ্যাক তৈরি ও ব্যবহার করবেন
- একটি পাত্রে টুথপেস্ট নিন।
- একভাগ টুথপেস্ট ও একভাগ লবণ একসঙ্গে মেশান।
- সামান্য পানি মেশান মিশ্রণে।
- ত্বক ভিজিয়ে নিন।
- ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে টুথপেস্টের মিশ্রণ লাগিয়ে রাখুন।
- ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন।
- আঙুল পানিতে ভিজিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন ত্বক।
- কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
- এক টুকরো বরফ ঘষে নিন ত্বকে। এটি লোমকূপ ছোট করতে সাহায্য করবে।
জেনে নিন
- টুথপেস্টের মিশ্রণ যেন চোখের আশেপাশে না যায় সেদিকে লক্ষ রাখা জরুরি।
- মিশ্রণ ব্যবহারের সময় হালকা জ্বলুনি হতে পারে ত্বকে। এতে ভয় পাওয়ার কিছু নেই।
- সপ্তাহে একবারের বেশি ব্যবহার করবেন না টুথপেস্টের ফেসপ্যাক।
- টুথপেস্টের মিশ্রণ ব্যবহারে ত্বক হালকা লালচে হয়ে যেতে পারে। এটিও স্বাভাবিক। ধীরে ধীরে কমে যাবে লালচে ভাব।
- ত্বক শুষ্ক হলে মুখ ধুয়ে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।