এবার বোথি ক্যামেরা মোড নিয়ে উন্মুক্ত হলো নোকিয়া ৭

মোবাইল ফোন রিভিউ October 19, 2017 934
এবার বোথি ক্যামেরা মোড নিয়ে উন্মুক্ত হলো নোকিয়া ৭

এইচএমডি গ্লোব্যালের নতুন স্মার্টফোন নোকিয়া ৭ উন্মুক্ত হয়েছে। বোথি ক্যামেরা ফিচারে আসা এটি প্রতিষ্ঠানের দ্বিতীয় ফোন। এর আগে এই ফিচারে নোকিয়া ৮ ফোনটি উন্মুক্ত হয়েছিল। ফোনটি ২৪ অক্টোবর থেকে চীনের বাজারে পাওয়া যাবে। আর শুরুর দাম প্রায় ৩৭৭ মার্কিন ডলার।


ডিজাইনের দিক থেকে নোকিয়া ৭ নোকিয়া ৮ ফোনের তুলনায় সামান্য পরিবর্তন হয়েছে। গ্লোস ব্ল্যাক এবং ম্যাট হোয়াইট দুটি রঙে পাওয়া যাবে এই ফোন। ৫.২ ইঞ্চি এলসিডি ডিসপ্লের নোকিয়া ৭ ফোনে আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৩ হাজার এমএএইচ ব্যাটারি। প্রসেসরে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ এসওসি সাথে ৪ জিবি র‍্যাম। নোকিয়া ৭ ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.১.১ অপারেটিং সিস্টেমে তবে এই ফোন অ্যান্ড্রয়েড ৮ অপারেটিং সিস্টেমে হালনাগাদ করা যাবে।


‘বোথি’ এমন একটি ফিচার যেখানে ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা একই সময়ে একটি ছবিতে ব্যবহার করা যাবে। আর শুধু ছবি নয় ভিডিও এবং লাইভ স্ট্রিমও একই উপায়ে করা যাবে। এইচএমডি গ্লোবাল ফোনের এই বোথি ফিচারটিকে ‘লেস সেলফি, মোর বোথি’ হিসেবে বর্ণনা করেছেন।