নতুন ডিজাইনে বাজারে আসবে শাওমি রেডমি নোট ৫

মোবাইল ফোন রিভিউ October 19, 2017 1,231
নতুন ডিজাইনে বাজারে আসবে শাওমি রেডমি নোট ৫

শাওমি রেডমি নোট ৫ নিয়ে অনলাইনে প্রচুর তথ্য ফাঁস এবং গুজব ছড়িয়েছে। এবার চীনা মাইক্রোব্লগিং সাইট উইবোতে ফোনটির কিছু ছবি ফাঁস হয়েছে। ছবিতে ফোনটিতে বেজেলহীন ডিজাইন এবং ডুয়াল ক্যামেরা দেখা গেছে।


ফোনটির ডিসপ্লের উপরে এবং নিচে পাতলা বেজেল আছে। শাওমি রেডমি নোট ৫ স্মার্টফোনে ৬ ইঞ্চি ১৮:৯ ডিসপ্লে থাকবে। অর্থাৎ, ফোনটি শাওমির মধ্যম সারির ফোনের ডিজাইনের থেকে আলাদা হবে।


ফোনের পিছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ দুটি ক্যামেরা থাকবে। হ্যান্ডসেটে মিডিয়াটেক হেলিও পি২৫ অক্টা-কোর প্রসেসর, ৩জিবি র‌্যাম এবং ৩২জিবি অভ্যন্তরীণ স্টোরেজ থাকবে।


রেগুলার মডেল ছাড়াও ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজে আরও একটি মডেল আসবে। ইউএসবি টাইপ-সি পোর্টসহ ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে।


হ্যান্ডসেটটির দাম ১৫১ মার্কিন ডলার হতে পারে। তবে ৪ জিবি র‌্যাম এব ৬৪ জিবি স্টোরেজের ফোনটির দাম হতে পারে ১৯৬ মার্কিন ডলার।


সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস