সনির নতুন ফ্ল্যাগশিপ ফোন এক্সপেরিয়া এক্সজেড১ এ যা আছে

মোবাইল ফোন রিভিউ October 19, 2017 841
সনির নতুন ফ্ল্যাগশিপ ফোন এক্সপেরিয়া এক্সজেড১ এ যা আছে

বাজারে এসেছে সনির নতুন ফ্ল্যাগশিপ ফোন। ফোনটির মডেল এক্সপেরিয়া এক্সজেড১। সনি এক্সপেরিয়া এক্সজেড১ ফোনটিতে রয়েছে ১০৮০x১৯২০ পিক্সেলের ৫ দশমিক ২ ইঞ্চির আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন। ৪ গিগাবাইট র‍্যাম।


এছাড়া ফোনটিতে অভ্যন্তরীণ মেমরি রয়েছে ৬৪ গিগাবাইট। যা কিনা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।


ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে ১ দশমিক ৯ গিগাহার্টজের অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ সিপিইউ। এছাড়া ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে, ৮.০ অরিও।


ফোনটির আকর্ষনীয় ফিচারের মধ্যে আরও রয়েছে ফোরকে ভিডিও ধারণ করতে সক্ষম ১৯ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এছাড়া সামনে সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। মোবাইলটিতে ২৭০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে।


ফোনটির ওজন ১৫৫ গ্রাম বলে জানা গেছে। সনির নতুন এই ফ্লাগশিপ ফোনটির মূল্য হবে ৭০০ ডলার। টাকায় যার মূল্য দাঁড়াবে ৫৭,৫৭৫ টাকা।