চেন্নাই সুপার কিংসের জার্সিতে এবারের আইপিএল খেলছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচেই ২৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। শেষ কয়েকটি ম্যাচ বল হাতে খরুচে বোলিং করলেও শেষ ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে বুধবার (১ মে) শেষ হচ্ছে মুস্তাফিজের আইপিএল যাত্রা।
এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস। সমানসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান কলকাতা। মুম্বাইকে হারিয়ে তিন নম্বরে উঠে এসেছে লখনৌ সুপার জায়ান্টস। চারে রয়েছে মুস্তাফিজদের চেন্নাই। তাদের নেট রানরেট ০.৮১০। পাঁচ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
নিজেদের ঘরের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা পাঞ্জাবের বিপক্ষে লড়বে চেন্নাই। বুধবার (১ মে) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। সর্বশেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করা মুস্তাফিজ এই ম্যাচেও একাদশে থাকছেন তা নিশ্চিতই বলা চলে।
চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ:
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, শিবাম দুবে, মঈন আলি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা, শার্দুল ঠাকুর (ইম্প্যাক্ট প্লেয়ার)।