একটু কম দামের যে দুটি স্মার্টফোনেও আইফোন এক্স'র মতোই ডিসপ্লে

মোবাইল ফোন রিভিউ October 16, 2017 3,429
একটু কম দামের যে দুটি স্মার্টফোনেও আইফোন এক্স'র মতোই ডিসপ্লে

অ্যাপল আইফোন এক্স, স্যামসাং গ্যালাক্সি নোট ৮, গ্যালাক্সি এস ৮ এবং এস ৮ প্লাস, এলজি ভি ৩০, শিয়াওমি এমআই মিক্স ২ এবং হুয়াওয়েই অনার ৯আই নিঃসন্দেহে এমন ফোন যেগুলোকে দেখলে মনে হবে যেন সাইন্স ফিকশন মুভি থেকে বের হয়ে এসেছে। এই ফোনগুলোই স্মার্টফোনের ভবিষ্যতের প্রতিনিধিত্ব করছে।


কারণ ভবিষ্যতের সব স্মার্টফোনেই এদের মতোই পুরোপুরি কাঁচ এবং বেজেলহীন বা চারপাশে কোনো ফ্রেমহীন অর্থাৎ স্ক্রিনের পুরোটা জুড়েই ডিসপ্লে থাকবে। এমন স্ক্রিনে কোনো শারীরিক বাটন থাকবে না এবং সব কার্যক্রমই চলবে টাচের ভিত্তিতে।


উপরে উল্লেখিত স্মার্টফোনগুলোর ৫টিই খুবই উচ্চ মূল্যের ফোন। মাত্র দুটি ফোনই একটু কম দামের। সে দুটি হলো শিয়াওমি এমআই মিক্স ২ এবং হুয়াওয়েই অনার ৯আই। এই দুটি ফোন ব্যবহার করেও আপনি প্রায় ওই উচ্চ মূল্যের ফোনগুলির মতোই অভিজ্ঞতা লাভ করতে পারবেন। আসুন স্বল্প মূল্যের এই দুর্দান্ত ডিসপ্লে যুক্ত ফোন দুটির ফিচার জেনে নেওয়া যাক।


▶শিয়াওমি এমআই মিক্স ২


দাম: ৪৪ হাজার ৯৯০ টাকা


ফিচার্স:

ডিসপ্লে: ৫.৯৯ ইঞ্চি, সুপার আইপিএস এলসিডি টাচস্ক্রিন, ২১৬০x১০৮০ পিক্সেল রেজ্যুলেশন

র‌্যাম: ৬ জিবি সাথে ৬৪ জিবি স্টোরেজ যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে

ক্যামেরা: ১২ মেগা পিক্সেল, ৪২৯০ পিক্সেলx২৮০০ পিক্সেল, এফ/২.০ অ্যাপারচার, ডুয়াল এলইডি ফ্ল্যাশ রিয়ার ক্যামেরা এবং ৫ মেগা পিক্সেল, ৩০০৮x২০০০ পিক্সেল, এফ/২.০ অ্যাপারচার এর ফ্রন্ট ক্যামেরা

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ওএস ভি৭.১ নুগেট

প্রসেসর: কোযালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট, ২.৪৫ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, সঙ্গে অ্যাডের্নো ৫৪০

ফিঙ্গার প্রিন্ট সেন্সর: আছে

ব্যাটারি: ৩৪০০ এমএএইচ


▶হুয়াওয়েই অনার ৯আই


দাম: ২৪ হাজার ৯৯০ টাকা


ফিচার্স:

ডিসপ্লে: ৫.৯ ইঞ্চি, আইপিএস এলসিডি টাচস্ক্রিন

র‌্যাম: ৩/৪ জিবি, সঙ্গে ৩২/৬৪ জিবি স্টোরেজ যা ২৫৬ পর্যন্ত বাড়ানো যাবে

ক্যামেরা: ডুয়াল ১৬ এমপি + ২এমপি, এফ/২.২ অ্যাপারচার, ২৮ এমএম, অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ রিয়ার ক্যামেরা এবং ডুয়াল ১৩এমপি + ২এমপি, ৪২৯০x২৮০০ পিক্সেল, এফ/২.০ এইচডিআর ফ্রন্ট ক্যামেরা

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ওএস ভি৭.১ নুগেট

প্রসেসর: হাইসিলিকন কিরিন ৬৫৯, ২.৩৬ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: আছে

ব্যাটারি: ৩২৪০ এমএএইচ