বাজারে এলো মটোরোলার মটো ফাইভ এস ‘মিডনাইট ব্লু’ এডিশন। ফোনটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। মূল্য ১৪ হাজার ৯৯৯ রুপি।
বিশেষ এডিশনের এই ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল। এতে অক্টাকোর ১.৪ গিগাহার্জের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
৩ জিবি র্যামের এই ফোনটিতে ৩২ জিবি স্টোরেজ রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ছবির জন্য ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
ব্যাকআপের জন্য ফোনটিতে টার্বোচার্জ ফিচার সম্বলিত ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।