স্মার্টফোনের চার্জ ফুরায় দ্রুত। তাই ২৪ ঘণ্টায় কয়েকবার ফোনে চার্জ দিতে হয়। এই সমস্যার সমাধানে বাজারে এলো শক্তিশালী ব্যাটারির ফোন। মডেল অকিটেল কে১০০০০ প্রো। এই ফোনটিতে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
অকিটেল দাবি করছে তাদের এই ফোন একবার সম্পূর্ণ চার্জ দিলে একটানা তিনদিন চালু থাকবে। ভাবছেন ফুল চার্জ হতে ফোনটির নিশ্চয়ই এত রাত লাগবে। না, খুব বেশি হলো তিন ঘণ্টায় ফুল চার্জ হবে ফোনটি। কেননা, এতে ফার্স্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
শক্তিশালী ব্যাটারির এই ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।
ফোনটিতে ১.৫ গিগাহার্জের মিডিয়াটেক এমটি৬৭৫০টি অক্টাকোর প্রসেসর রয়েছে। এতে ৩ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। স্টোরেজের জন্য আছে ৩২ জিবি রম।
ছবির জন্য ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটি অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেম চালিত। ভারতের বাজারে ফোনটি ২৪ হাজার ৫০০ রুপিতে বিক্রি হচ্ছে।