এন্ট্রি লেভেলের একটি ফোন আনছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। ফোনটির মডেল স্যামসাং গ্যালাক্সি জে টু ২০১৭ এডিশন। এটি হবে স্যামসাংয়ের সবচেয়ে কম দামের ফোন।
ফোনটিতে থাকছে ৪.৭ ইঞ্চির ডিসপ্লে। এতে কোয়াডকোর ১.৩ গিগাহার্জের প্রসেসর ব্যবহার করা হয়েছে।
১ জিবি র্যামের এই ফোনটিতে ৮ জিবি বিল্টইন মেমোরি থাকছে।
ছবির জন্য ফোনটিতে আছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ২ মেগাপিক্সেলের।
ব্যাপআপের জন্য ফোনটিতে ২০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ডুয়েল সিমের এই ফোনটিতে ফোরজি নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে। এতে আল্ট্রা ডাটা সেভিং মোড রয়েছে।
কালো এবং সোনালি রঙে ফোনটি সর্বপ্রথম ভারতের বাজারে আসবে। ভারতীয় মুদ্রার ফোনটির মূল্য হবে ৭৩৯০ রুপি।