দু’সপ্তাহ পরেই রেজারের প্রথম স্মার্টফোন দেখতে পাবে গোটা বিশ্ব। তবে ফোনটি জনসমক্ষে আসার আগেই এর বেশ কিছু তথ্য অনলাইনে কল্যাণে জেনে যাচ্ছে গ্রাহকরা। সংবাদমাধ্যম ফোন রাডার জিএফএক্স বেঞ্চে ফোনটি তালিকাভূক্ত দেখেছে।
তালিকাভূক্তিতে জানা গেছে ফোনটিতে ৮জিবি র্যাম থাকবে। তাছাড়া ফোনটিতে এলজি জি৬ স্মার্টফোনের মতো ২৫৬০*১৪৪০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৭ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এতে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর এবং ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে।
ফোনটিতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এসবই এখনকার ফ্লাগশিপ স্মার্টফোনগুলোতে থাকে। তবে আশ্চর্য্যকর তথ্য হলো এতে ৬জিবি র্যামও থাকবে।
এখনকার অ্যান্ড্রয়েড ফোনে ৪জিবি র্যাম থাকে। আবার কোনটিতে ৬জিবি র্যামও থাকে। তাই বলে রেজার প্রথম ফোনেই এক লাফে ৮জিবি র্যামে উঠে গেছে যা বিস্ময়কর বটে।
রেজার মূলত গেমিং প্রতিষ্ঠান। গেমিংয়ে গ্রাহকদের ভালো অভিজ্ঞতা প্রদানের জন্যই প্রতিষ্ঠানটি প্রথম ফোনে ৮জিবি র্যাম যুক্ত করতে পারে। হ্যান্ডসেটটিতে কাস্টম সংস্করণের অ্যান্ড্রয়েড ন্যুগাট অপারেটিং সিস্টেম থাকবে। তবে এতে কিছু কাস্টমাইজেশন ফিচারও থাকবে।
সূত্র: দ্য ভার্জ