প্রশ্ন : সৌদি আরবে যারা মারা যায়, তাদের গোর (কবর) আজাব হয় কি হয় না?
উত্তর : না, সৌদি আরবে মারা গেলেই তার কবরের আজাব হবে না—এ ধরনের কোনো হাদিস রাসুল (সা.) বলে যাননি। পৃথিবীর যেখানেই আপনি মারা যান না কেন, সেখানেই কবরের আজাব হবে।
সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''