৬ জিবি র‌্যামের ক্যামেরা ফোন

মোবাইল ফোন রিভিউ October 15, 2017 777
৬ জিবি র‌্যামের ক্যামেরা ফোন

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জেডটির সাব-ব্র্যান্ড নুবিয়া। এবার প্রতিষ্ঠানটি জে১৭ মিনি নামের একটি ফোন বাজারে ছাড়লো। ফোনটিতে ৬ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনটিতে দুর্দান্ত ক্যামেরা রয়েছে।


জেডটিইর নতুন ফোনটিতে আছে কার্ভড গ্লাস সমৃদ্ধ ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন রয়েছে।


ফোনটিতে রয়েছে অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৫৩ চিপসেট ও ৬ জিবি র‌্যাম। স্টোরেজের জন্য আছে ৬৪ জিবি মেমোরি।


ডুয়েল সিমের এই ফোনটি অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে আছে নুবিয়া ইউআই ৫.০ লেয়ার।


জেড১৭ মিনি ফোনটিতে সনির ১৩ মেগাপিক্সেলের সেন্সর সম্বলিত দুইটি রিয়ার ক্যামেরা রয়েছে। এই ক্যামেরার অ্যাপারচার এফ/২.২। এতে নিওভিশন ৭.০ এবং ডুয়েল টোন এলইডি ফ্লাশ আছে। সেলফির জন্য আছে ১৬ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা।


ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সম্বলিত এই ফোনটিতে হোম বাটন আছে। ব্যাকআপের জন্য এতে ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।


কানেকটিভিটির জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করা হয়েছে।