কফি আইস কিউব: দূর হবে ডার্ক সার্কেল

রূপচর্চা/বিউটি-টিপস October 12, 2017 769
কফি আইস কিউব: দূর হবে ডার্ক সার্কেল

চোখের নিচের ফোলা ভাব ও ডার্ক সার্কেল নিয়ে চিন্তিত? ডার্ক সার্কেল দূর করার জন্য কফি জমিয়ে বরফ বানিয়ে ব্যবহার করতে পারেন। খুব সহজেই তৈরি করা যায় কফি আইস কিউব। তবে ডার্ক সার্কেল দূর করার জন্য সবার আগে নিয়মিত ঘুম ও দুশ্চিন্তামুক্ত জীবন চাই। পাশাপাশি ব্যবহার করুন কফি আইস কিউব।


যেভাবে তৈরি ও ব্যবহার করবেন

- ১ কাপ পানির মধ্যে ৪ টেবিল চামচ কফি পাউডার মিশিয়ে নিন।


- বরফের ট্রের মধ্যে মিশ্রণটি ঢেলে ফ্রিজে রাখুন।


- বরফ জমে গেলে পাতলা কাপড়ে জড়িয়ে চোখের উপরে চেপে নিন।


- রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন এটি।


কফি আইস কিউব ব্যবহার করবেন কেন?

- কফিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা চোখের আশেপাশের অংশ নরম ও উজ্জ্বল করে।


- কফিতে থাকা ক্যাফেইন চোখের আশেপাশের কালচে দাগ ও ফোলা ভাব দূর করে।


- রক্ত সঞ্চালন বাড়ায় এটি। ফলে ত্বক সুস্থ থাকে।


- চোখের নিচের বলিরেখা দূর করতে পারে কফি।