নতুন স্মার্টফোন আনছে আসুস!

মোবাইল ফোন রিভিউ October 10, 2017 867
নতুন স্মার্টফোন আনছে আসুস!

শিগগিরই বাজারে আসছে তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান আসুসের নতুন ফোন। ফোনটির মডেল আসুস এক্স০১৮ ডিসি। সম্প্রতি ফোনটির তথ্য মিলেছে চীনের টেলিকম সার্টিফিকেশন অর্থোরেটি টিইএনএএ-এর কাছে।


টিইএনএএ-এর আগে যা যা জানিয়েছে, মোটামুটি তা মিলে গিয়েছে। এর কিছু ফিচার্সও সামনে এসেছে। নতুন এই স্মার্টফোনের এইচডি প্লাস রেজোলিউশনের ৫.৭ ইঞ্চির ১৪৪০X৭২০পিক্সেলস ডিসপ্লে।


ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ১.৫ গিগা হার্জের অক্টা কোর প্রসেসর সম্বলিত এই ফোন দুটি মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটি ৩ জিবি র‌্যামের অন্যটি ৬৪ জিবির স্টোরেজ। দুটিতেই অবশ্য স্টোরেজ বাড়ানো যাবে।


ফোনটিতে ১৬ ও ৮ মেগাপিক্সেলের রিয়ার ডুয়াল ক্যামেরা সঙ্গে এলইডি ফ্ল্যাশ থাকছে। ফ্রন্টেও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। নতুন আইওএস ১১-এর জন্য সেরা এআর অ্যাপস অ্যানড্রয়েড ৭ নুগাট অপারেটিং সিস্টেম থাকছে এই ফোনে। আর ব্যাটারি বেশ শক্তিশালী। ৪০৩০ এমএএইচের।

বেশ কয়েকটি রঙে মিলবে ফোনটি।