হাঁটতে হাঁটতে চোখে পানি আসা কি অলুক্ষণে বিষয়?

ইসলামিক শিক্ষা October 10, 2017 2,155
হাঁটতে হাঁটতে চোখে পানি আসা কি অলুক্ষণে বিষয়?

প্রশ্ন : অনেকে বলে যে হাঁটতে হাঁটতে যদি চোখে পানি এসে যায়, এটা একটা অলক্ষুণে বিষয়। এটা কি ঠিক?


উত্তর : অলক্ষণ, কুলক্ষণ বলতে ইসলামে কিছু নেই। ইসলামে এ ধরনের কোনো কুলক্ষণ সাব্যস্ত করাটাই শিরকি কাজ। এটি কুসংস্কার, এটি মোটেও ধারণা করার সুযোগ নেই।


সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''