আমলকীর তেল: বন্ধ হবে চুল পড়া

রূপচর্চা/বিউটি-টিপস October 8, 2017 877
আমলকীর তেল: বন্ধ হবে চুল পড়া

প্রাকৃতিক উপায়ে চুল ঝলমলে ও সুন্দর রাখতে নিয়মিত ব্যবহার করতে পারেন আমলকীর তেল। এটি খুশকি দূর করার পাশাপাশি চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া চুল পড়া বন্ধ করতেও এর জুড়ি নেই।


যেভাবে তৈরি করবেন আমলকীর তেল

- একটি পাত্রে ১ কাপ নারকেল তেল নিন।


- ৩ টেবিল চামচ আমলকী গুঁড়া অথবা ৪ টেবিল চামচ আমলকীর পেস্ট মেশান তেলে।


- পাত্রটি ঢেকে মৃদু আঁচে চুলায় রেখে দিন ১ ঘণ্টা।


- তেল নামিয়ে ঠাণ্ডা করুন।


- পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিন।


- মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন আমলকীর তেল।


চুলে যেভাবে ব্যবহার করবেন

রাতে ঘুমানোর আগে আমলকীর তেল ভালো করে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। পরদিন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার ১ ঘণ্টা আগে ব্যবহার করলেও উপকার পাবেন। চাইলে যেকোনও জেয়ার প্প্যাকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন আমলকীর তেল।


চুলে আমলকীর তেল ব্যবহার করবেন কেন?

- আমলকীতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটি চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।


- চুলের অকালে পেকে যাওয়া রোধ করে আমলকী।


- প্রাণহীন চুলে ঝলমলে ভাব নিয়ে আসে আমলকীর তেল।


- আমলকীর তেল প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুল নরম করে।


- চুল পড়া বন্ধ করে এটি।


- খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে চুল খুশকিমুক্ত রাখে এই তেল।


- চুল ভেঙে যাওয়া ও আগা ফেটে যাওয়া রোধ করে আমলকীর তেল।