স্পর্শ করলে কি মৃত ব্যক্তি ব্যথা পায়?

ইসলামিক শিক্ষা October 6, 2017 3,925
স্পর্শ করলে কি মৃত ব্যক্তি ব্যথা পায়?

প্রশ্ন : মানুষ যখন মারা যায় তখন তাকে স্পর্শ করতে না করা হয়। বলা হয় যে, তাঁকে ধরলে ব্যথা পাবে। কথাটি কি সঠিক?


উত্তর : মৃত ব্যক্তিকে ধরতে হয় না— এ কথাটি ঠিক নয়, কুসংস্কার। ধরলে ব্যথা পাবে, এটাও সঠিক কথা নয়। যদি তা-ই হয়, তাহলে আপনি মৃত ব্যক্তিকে গোসল করাবেন কী করে, খাটিয়ায় ওঠাবেন কী করে। এই বক্তব্যটি ঠিক নয়, শুদ্ধ নয়।


সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''