ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড ও বিভিন্ন উপকারী উপাদান সমৃদ্ধ লেবুর খোসা ত্বকের যত্নে অনন্য। ফেসপ্যাকে লেবুর খোসা কুচি ও গুঁড়া ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে ত্বকের মরা চামড়া দূর হওয়ার পাশাপাশি ব্রণ ও ব্রণের দাগ দূর হবে। এছাড়া উজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্যও লেবুর খোসার ফেসপ্যাক কার্যকর।
জেনে নিন ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন লেবুর খোসা. . .
- মুখ অথবা হাত-পায়ের ত্বকের দাগ দূর করার জন্য শুকনা লেবুর খোসা প্রতিদিন ৫ মিনিট ঘষুন। তিনদিন ব্যবহার করার পর ধীরে ধীরে কমতে শুরু করবে দাগ।
- লেবুর খোসা ছোট ছোট কুচি করে রোদে শুকিয়ে নিন। এবার ছোট কাপের আধা কাপ চিনির সঙ্গে ১ টেবিল চামচ লেবুর খোসার টুকরা ও ২ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি ১০ মিনিট ঘষুন ত্বকে। নিয়মিত ব্যবহারে ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।
- লেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। প্রয়োজন মতো লেবুর খোসা গুঁড়ার সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে পেস্টটি লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- ১ টেবিল চামচ লেবুর খোসার গুঁড়ার সঙ্গে প্রয়োজন মতো ডাবের পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে দূর হবে ব্রণ ও ব্রণের দাগ।
- ত্বক উজ্জ্বল করার জন্য আরেকটি ফেসপ্যাক তৈরি করে ফেলতে পারেন লেবুর খোসা দিয়ে। এজন্য ২ চা চামচ লেবুর খোসা গুঁড়ার সঙ্গে আধা চা চামচ হলুদ গুঁড়া ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তারা মধুর বদলে গোলাপজল ব্যবহার করুন। ফেসপ্যাকটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।