ছেলেদের সুন্দর নাম কী হতে পারে?

ইসলামিক শিক্ষা October 3, 2017 2,958
ছেলেদের সুন্দর নাম কী হতে পারে?

প্রশ্ন : আমার একটা ছেলে হয়েছে। তাঁর একটা সুন্দর নাম রেখে দেবেন কি?


উত্তর : ছেলের নাম দুটি হতে পারে। প্রথমত, কোনো নবীর নামে হতে পারে এবং দ্বিতীয়ত কোনো সাহাবার নামে হতে পারে। আবদুল্লাহ নাম হতে পারে। কারণ আবদুল্লাহ নামটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নাম যদি হয় আবদুল্লাহ, তার সঙ্গে বাবার নাম যোগ হতে পারে। আরবরা সেটাই করে।


প্রথম নামটি তার, দ্বিতীয় নামটি তার বাবার এবং তৃতীয় নামটি তার দাদার। আবার অনেকে ইবনে শব্দটি উল্লেখ করেন।


যেমন : আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ অর্থাৎ মুহাম্মাদের সন্তান আবদুল্লাহ। আবার অনেক সময় যৌগিক নাম অর্থাৎ দুটি নাম রাখার প্রচলন আমাদের দেশে আছে। সেখানেও কিন্তু একটা সুন্নাহ আছে। আপনি যদি দুটিই পিওর নাম লিখে দেন, যেমন : আবদুল্লাহ মুসা, এখানে আবদুল্লাহও নাম হলো, মুসাও নাম হলো, এটা না করে আপনি যা করবেন তা হচ্ছে। একটা হবে উপনাম, যেমন : আবু নোমান, আরেকটি হতে পারে পিওর নাম, যেমন : আবদুল্লাহ। আরেকটি হতে পারে উপাধি, যেমন : আবু নোমান আবদুল্লাহ আন নাবিল অথবা আস শরিফ, এভাবে।


এগুলো হলো উপাধি। নাম যদি একাধিক রাখতে চান তাহলে তিনটি জিনিসের সমাহার করতে পারেন। উপনাম, নাম এবং উপাধি। কিন্তু দুটি নাম যেন না হয়।


সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''