দুই ডিসপ্লের ফোনে দুর্দান্ত ফিচার

মোবাইল ফোন রিভিউ October 1, 2017 1,921
দুই ডিসপ্লের ফোনে দুর্দান্ত ফিচার

শিগগিরই বাজারে আসছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মেইজুর নতুন ফ্লাগশিপ ফোন। মডেল মেইজু প্রো সেভেন প্লাস। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে দুইটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটিতে ৬ জিবি র‌্যাম রয়েছে।


ফোনটির প্রধান ডিসপ্লে ৫.৭ ইঞ্চির। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৪৪০ পিক্সেল। এতে কোয়াড এইচডি সুপার অ্যামোলিড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সেকেন্ডারি ডিসপ্লে ১.৯ ইঞ্চির। এই ডিসপ্লের রেজুলেশন ২৪০×৫৩৬ পিক্সেল। এতে ৩০৭ পিপিআই রয়েছে।


হাইএন্ড সিরিজের ফোনটিতে ২.৬ গিগাহার্জের ডেকাকোর মিডিয়াটেক হেলিও এক্স৩০ ১০ এনএম প্রসেসর ব্যবহার করা হয়েছে। সঙ্গে আছে পাওয়ার ভিআর সেভেন এক্সটিপি-এমপিফোর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এবং ৬৪ বিটের ৬ জিবি এলপিডিডিআর ফোর এক্স র‌্যাম।


দুইটি বিল্টইন মেমোরি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটি ৬৪ জিবির অন্যটি ১২৮ জিবির।


অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেমের সঙ্গে ফোনটিতে আছে ফ্লাইমি ওএস ৬ লেয়ার।


ছবির জন্য ফোনটিতে ১২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। কানেকটিভিটির জন্য আছে ফোরজি এলটিই।


ফাস্ট চার্জিং টেকনোলজি সমৃদ্ধ ফোনটিতে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।


ফোনটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।