বিয়ের আগে প্রেম

স্বামী-স্ত্রী কৌতুক October 1, 2017 2,943
বিয়ের আগে প্রেম

স্বামী : আমাকে সত্যি করে বলো, বিয়ের আগে তুমি কয়জনের সাথে প্রেম করেছো?


স্ত্রী : ঠিক আছে দাঁড়াও। এই যে ড্রামটা দেখ। আমি যত ছেলেদের সাথে প্রেম করতাম, ততটি চাল এটাতে ফেলেছিলাম।


স্বামী গিয়ে দেখল ওটাতে মাত্র দু’টি চাল আর ২শ’ টাকা আছে। দেখে এসে বলল. . .


স্বামী : ও! মাত্র দু’জনের সাথে প্রেম করেছো? এই যুগে এগুলো কিছু না।


স্ত্রী : তাই?


স্বামী : কিন্তু এই দুইশ’ টাকা কিসের?


স্ত্রী : টাকাটা কিসের বুঝলে না?


স্বামী : না তো!


স্ত্রী : গত সপ্তায় এই ড্রাম থেকে চার কেজি চাল বিক্রি করেছিলাম। এটা তারই টাকা।