হুয়াউইয়ের ফ্ল্যাগশিপ সিরিজটি হলো অনার। আগামী মাসেই চীনের এই জনপ্রিয় প্রযুক্তি নির্মাতা বাজারে ছাড়ছে অনার ৬এক্স এর পরবর্তী প্রজন্মের মডেলটি।
ধারণা করা হচ্ছে এর নাম হবে অনার ৭এক্স। চীনের সোশাল মিডিয়া প্লাটফর্ম উইবো'র একটি পোস্টে ফোনটির কথা নিশ্চিত করেছে নির্মাতা।
ব্যবহারকারীদের বর্তমান চাহিদা মেটাবে এই ফোন। এতে ১৮:৯ ডিসপ্লে বা ফুল ভিউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
এর স্পেসিফিকেশন এখনও গুজব হয়ে রয়েছে। কারণ, নির্মাতা নিশ্চিত করেনি। বলা হচ্ছে, ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। কিরিন ৬৭০ এসওসি চিপসেটে গতি জোগাবে ৪ জিবি র্যাম।
অভ্যন্তরে থাকছে ৬৪ জিবি স্টোরেজ। ইএমইউআই ৫.১ ভিত্তিক অ্যান্ড্রয়েড নুগেট অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।
এর আগে ভারত-ভিত্তিক বাজারে অনার ৬এক্স ছাড়া হয়ে জানুয়ারিতে।
ওটার পেছনে ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৮৬ সেন্সর যুক্ত করা হয়। তার নিচেই ছিল ২ মেগাপিক্সেলের সেন্সর। আর সামনে ছিল ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এটি ৭৭ ডিগ্রি কোণে ছবি তুলতে সক্ষম।
নতুনটিতে আশা করাই যায়, ক্যামেরা আরো উন্নত হবে। এর দাম সম্পর্কে ধারণা মেলেনি। তবে কম বাজেটের ফোন হবে বলেই আমা করা যাচ্ছে। সূত্র : গেজেট