কম দামে বেজেললেস ডিসপ্লের দুইটি ফোন এনেছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জোপো। ফোনটির মডেল জোপো ফ্লাশ এক্স ওয়ান এবং ফ্লাশ এক্স টু। ফোনটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ৬ হাজার ৯৯৯ রুপি এবং ৮ হাজার ৯৯৯ রুপিতে। ফোন দুইটির স্ক্রিন টু বডি রেডিশ ১৮:৯।
জোপো ফ্লাশ এক্সওয়ান ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৬৪০x১২৮০ পিক্সেল। এতে আছে ১.৩ গিগাহার্জের ৬৪ বিটের
কোয়াডকোর এমটি৬৭৩৭ প্রসেসর। এতে ২ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। ব্যাকআপের জন্য আছে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। ফোনটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেমে চলে।
স্টোরেজের জন্য আছে ৬৪ জিবি রম। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে। ছবির জন্য আছে ৮ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
অন্যদিকে জেপো ফ্লাশ এক্স টু ফোনটিতে ৫.৯৯ ইঞ্চির ডিসপ্লে আছে। ২ জিবি র্যামের এই ফোনটি অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেমে চলবে। এতে, ১.৫ গিগাহার্জের কোয়াডকোর এমটি৬৭৩৭টি প্রসেসর আছে। ফোনটিতে ৮ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।