শিক্ষক : এই টুনটুনি, তুই বলতো পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণি কোনটি?
টুনটুনি : পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণি হচ্ছে গরু।
শিক্ষক : হায় হায়! এটা কেমনে সম্ভব? আচ্ছা, ব্যাখ্যা দে।
টুনটুনি : ব্যাখ্যা তো আরও সহজ। প্রবাদ আছে, ‘অতি চালাকের গলায় দড়ি’। বেশির ভাগ গরুর গলায় দড়ি থাকে। সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণি (প্রমাণিত)