প্রশ্ন : ভাইয়ের টাকা ভাই, স্বামীর টাকা স্ত্রী, সন্তানের টাকা বাবা-মা, স্ত্রীর টাকা স্বামী—এগুলো কি অনুমতি ছাড়া উভয় পক্ষ ভোগ করলে গুনাহ হবে?
উত্তর : অনুমতি ছাড়া শুধু পিতা-মাতা সন্তানের টাকা ব্যবহার করতে পারবে। বাকিদের জন্য কোনোভাবেই অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ভাইয়ের টাকা ভাই, স্বামীর টাকা স্ত্রী, স্ত্রীর টাকা স্বামী—অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। সন্তানের টাকা বাবা-মা অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে। সন্তানও বাবা-মায়ের টাকা অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। কিন্তু সামান্য টাকা হলে সেটা ভিন্ন বিষয়। কারণ, ৫ থেকে ১০ টাকা আইসক্রিম খাওয়ার জন্য সন্তানরা নেয়, সেটি ভিন্ন বিষয়।
সূত্রঃ এনটিভি '' আপনারর জিজ্ঞাসা''