বিশ্বের প্রথম ফিজেট স্পিনার ফোন উন্মুক্ত হলো ভারতে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার হংকং ভিত্তিক মোবাইল টেকনোলজি কোম্পানি চিলি ইন্টারন্যাশনাল হোল্ডিং এই ফিজেট স্পিনার ফিচার ফোন ‘কে১৮৮’ উন্মুক্ত করে। এই ফোনের দাম ধরা হয়েছে ১২০০ থেকে ১৩০০ রুপির মধ্যে।
এই ফিজেট স্পিনার ফোনটি একটি কমপ্যাক্ট ডিভাইস যা স্মার্টফোনের জন্য একটি ব্লুটুথ ডিভাইস হিসেবেও কাজ করবে। ২৮০ এমএএইচ ব্যাটারির এই ফোনে বেশ কিছু মাল্টিমিডিয়া সমর্থন করবে। ইমেজ, ভিডিও, মিউজিক এবং ইন্টারনেট আছে এই ফোনে। আর ফোনের মেমোরি ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
চিলি হোল্ডিংস এর ভারত অঞ্চলের বিক্রয় প্রধান মাইকেল ফেং এক বিবৃতিতে জানান, ‘‘ভারতের মাটিতে ‘কে১৮৮’ এবং ‘এফ০৫’ ফোন দিয়ে আমাদের ব্র্যান্ডকে শক্তিশালি করাই আমাদের লক্ষ্য।’’ ভারতে কে১৮৮ ফোনের পাশাপাশি ৬.১ সেমি এলসিডি ডিসপ্লের ‘এফ০৫’ ফোন উন্মুক্ত করেছে। আর এই ফোনটিতে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ডুয়েল সিম সুবিধা।
উল্লেখ্য চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ গ্রাহকরা অনলাইন এবং অফলাইনে এই ফোন পাবেন।