আমানত ও জামানতের পার্থক্য কী?

ইসলামিক শিক্ষা September 27, 2017 2,741
আমানত ও জামানতের পার্থক্য কী?

প্রশ্ন : আমানত এবং জামানতের মধ্যে পার্থক্য কি?


উত্তর : আমানত হচ্ছে সেই বিষয়টি, সেটা সম্পদ হতে পারে, বস্তু হতে পারে, কথা হতে পারে, কাজ হতে পারে, দায়িত্ব হতে পারে, যে কোনো কিছু হতে পারে। অন্যের মালিকানার বিষয় যেটি আপনার কাছে রাখা হয়েছে, আপনাকে এর ওপর দায়িত্ব দেওয়া হয়েছে সংরক্ষণের জন্য, সেটি।


জামানত হচ্ছে, আপনি কারো কাছ থেকে যেই দায়িত্বটুকু আদায় করে নিয়েছেন, সেটি। যেমন : আপনি একজনের কাছ থেকে ৪০০ টাকা ঋণ নিয়েছেন, এই ঋণ নিয়েছেন আপনার দায়িত্বে, এটা হচ্ছে জামানত। আপনি পরবর্তী সময়ে এটাকে আদায় করে দেবেন।


আমানত এবং জামানতের মধ্যে পার্থক্য হচ্ছে এই, জামানতটায় আপনার ওপর দায়িত্ব বর্তাবে কিন্তু আমানতটা আপনি আরেকজনের ওপর দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটুকু আপনার ওপর বর্তাবে না, কারণ এই দায়িত্ব আপনি ইচ্ছা করে নেননি। আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে কোনো ব্যক্তিকে যদি আমানত দেওয়া হয়ে থাকে, এই আমানতটা তাঁকে দেওয়ার পরে যদি তাঁর ইচ্ছার বাইরে সেই আমানতটা ধ্বংস হয়ে যায় অথবা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে এটাকে আর পূরণ করতে হবে না। কিন্তু জামানতের ক্ষেত্রে সেটা পূরণ করা ওয়াজিব, বাধ্যতামূলক, তাঁকে অবশ্যই পূরণ করতে হবে।


সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''