৬ জিবি র্যামের একটি ফোন ভারতের বাজারে ছেড়েছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান কুলপ্যাড। ফোনটির মডেল কুলপ্যাড কুল প্লে ৬। ই-কমার্স সাইট অ্যামাজনে এটি মিলছে। দাম ১৪ হাজার ৯৯৯ রুপি।
কুলপ্যাডের নতুন এই ফোনটিতে আছে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৫ প্রসেসর। ফোনটিতে ৬৪ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। যদিও এই ফোনটিতে মেমোরি বাড়িয়ে নেয়ার কোনো সুযোগ নেই।
মেটাল বডির এই স্মার্টফোনে রয়েছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে।
ফোনটি চলবে অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেমে। যা অ্যানড্রয়েড ৮.০ অরিওত আপগ্রেড করে নেয়া যাবে।