সম্প্রতি টেকনো মোবাইল বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ক্যামন সিএক্স এয়ার। ৫ দশমিক ৫ ইঞ্চি এইচডি আইপিএস টাচস্ক্রিন, অ্যান্ড্রয়েড ৭, ন্যুগাট ওএস, কোয়াডকোর ১ দশমিক ৩ গিগাহার্জ প্রসেসর, ফাস্ট চার্জিং সাপোর্টসহ বিশেষ কিছু বৈশিষ্ট্য বহন করে। এছাড়া ছবি তোলার জন্য ১৩ মেগাপিক্সেল সেলফি ও একই মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা রয়েছে।
২ গিগাবাইট র্যাম, ১৬ জিবি অভ্যন্তরীণ মেমরি, পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ক্যামেরা লেন্স এবং ফ্ল্যাশ লাইট রয়েছে।
সি এক্স এয়ার ক্যামেরাতে দ্রুত, প্রায় শূন্য দশমিক ১৫ সেকেন্ডে ফোকাস করার ফিচার ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরায় ডুয়েল ফ্ল্যাশ সাপোর্ট থাকায় কম এবং মৃদু আলোতেও স্পষ্ট ছবি তুলতে সক্ষম।
ডুয়েল সিম, ৩২০০ এমএএইচ ব্যাটারির টেকনো ক্যামন সিএক্স এয়ার বাজারে পাওয়া যাচ্ছে ১১ হাজার ৯৯০ টাকায়।