সনির অত্যাধুনিক ক্যামেরার ফোন বাজারে

মোবাইল ফোন রিভিউ September 25, 2017 958
সনির অত্যাধুনিক ক্যামেরার ফোন বাজারে

সনি তাদের নতুন একটি ফোন বাজারে উন্মুক্ত করতে যাচ্ছে। এক্সপেরিয়া সিরিজের এই ফোনটির মডেল এক্সজেড ওয়ান। এটি আজ থেকে ভারতের বাজারে পাওয়া যাবে।


সনির নতুন এই ফোনটি ২০১৭ সালের ফ্লাগশিড ডিভাইস। হাই-এন্ড সিরিজের ফোনটি এই বছরে অনুষ্ঠিত আইফা টেক অ্যাওয়ার্ডে প্রথম প্রদর্শন করা হয়।


ফোনটিতে আছে থিক বেজেলের ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে। ৪ জিবি র‌্যামের এই ফোনটিতে ৬৪ জিবি রম রয়েছে। ব্যাকআপের জন্য ফোনটিতে ২৭০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে।


সনির নতুন ফোনটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে।


এতে আছে ১৯ মেগাপিক্সেলের রিয়ার এবং ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সনির এই ফোনে মোশন আই ক্যামেরা ব্যবহার করা হয়েছে। রিয়ার ক্যামেরা দিয়ে ফোরকে মানের ভিডিও করা যাবে। এছাড়াও এতে অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সনির সব গুলো ফোনেই ইন ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়। যাতে করে ছবির ডেপথ অব ফিল্ড বেশি থাকে।