মসৃণ ত্বকের জন্য ডিমের ২ ফেসপ্যাক

রূপচর্চা/বিউটি-টিপস September 24, 2017 743
মসৃণ ত্বকের জন্য ডিমের ২ ফেসপ্যাক

সুন্দর, কোমল ও টানটান ত্বকের জন্য ডিমের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। ব্রণের দাগ দূর করতেও কার্যকর ডিম। জেনে নিন ত্বকের যত্নে ডিমের ফেসপ্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন।


ডিম ও লেবু

একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। তৈলাক্ত ত্বক হলে কেবল সাদা অংশ নিন ডিমের। ভালো করে ফেটিয়ে অর্ধেকটা লেবুর রস মেশান। পরিষ্কার ত্বকে ফেসপ্যাকটি লাগান। ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।


ডিম ও জয়ফল

একটি ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন। সামান্য জয়ফল গুঁড়া মেশান। মিশ্রণে টিস্যু ভিজিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে টেনে উঠিয়ে ফেলুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।


ত্বকের যত্নে ডিম ব্যবহার করবেন কেন?


- ডিমে রয়েছে ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল। তাই নিয়মিত ব্যবহারে ত্বক সুস্থ থাকে।


- ব্রণ প্রতিরোধ করতে পারে ডিম।


- শুষ্ক ত্বক কোমল করে এটি।


- বলিরেখা দূর করে ত্বক টানটান রাখে।


- ত্বকের মরা চামড়া দূর করতে কার্যকর ডিম।


- লোমকূপের ভেতর থেকে ময়লা দূর করতে সাহায্য করে ডিম।


- ত্বকের কালচে দাগ দূর করতে জুড়ি নেই ডিমের।