ধুলাবালি ও মরা চামড়া জমে লোমকূপের গোড়া বন্ধ হয়ে সৃষ্টি হয় ব্ল্যাকহেডস। ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বক কালচে দেখায়। এছাড়া তেলতেলে হয়ে পড়ে ত্বক। সাধারণ ফেসওয়াশ লোমকূপের ভেতরে জমে জাওয়া ময়লা দূর করতে পারে না। ব্ল্যাকহেডস দূর করার জন্য ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
জেনে নিন ব্ল্যাকহেডস দূর করার ৪ ফেসপ্যাক সম্পর্কে. . .
মিন্ট টুথপেস্ট ও লবণ
২ টেবিল চামচ মিন্ট টুথপেস্টের সঙ্গে ১ টেবিল চামচ লবণ মেশান। মিশ্রণটি ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে ঘষে ঘষে লাগান। ৫ মিনিট অপেক্ষা করে হাত ভিজিয়ে চক্রাকারে ঘষুন ত্বকে। মিন্ট টুথপেস্ট বুজে যাওয়া লোমকূপ খুলতে সাহায্য করে।
ডিম
ডিমের সাদা অংশ ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে লাগান। এবার দুই লেয়ারে টিস্যু পেপার চেপে রাখুন ত্বকে। শুকিয়ে গেলে টেনে উঠিয়ে ফেলুন টিস্যু। পানি দিয়ে ধুয়ে ত্বক পরিষ্কার করে নিন। ডিমের কুসুম ফেটিয়ে ত্বকে লাগান। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
মুলতানি মাটি
মুলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি লোমকূপের ভেতর থেকে ময়লা দূর করতে সাহায্য করবে।
বেকিং সোডা
১ টেবিল চামচ বেকিং সোডা পরিমাণ মতো পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে লাগিয়ে রাখুন না শুকান পর্যন্ত। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।