ওয়াশরুমের ভেতরে কাউকে সালাম দেওয়া যায় কি?

ইসলামিক শিক্ষা September 21, 2017 1,967
ওয়াশরুমের ভেতরে কাউকে সালাম দেওয়া যায় কি?

প্রশ্ন : আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। অনেক সময় আমাদের অফিসের রিফ্রেশ রুমে সিনিয়র বসের সঙ্গে মুখোমুখি দেখা হয়ে যায়। আমার প্রশ্ন হলো, রিফ্রেশ রুমে বা বড় ওয়াশরুমের ভেতরে কি কাউকে সালাম দেওয়া যাবে?


উত্তর : যদি সেটি টয়লেটের ভেতরে না হয়, বাইরে থাকে, তাহলে সেখানে সালাম দিতে কোনো নিষেধ নেই। কিন্তু বাথরুমে আছে বা একান্ত ব্যক্তিগত প্রাকৃতিক যেই প্রয়োজন আছে, সেটি সারছেন, এমন অবস্থায় সালাম না দেওয়াটাই উত্তম। এ ছাড়া আপনি যদি মনে করেন, সামনে দেখা হয়ে গিয়েছে অথবা বেসিনের সামনে দাঁড়িয়ে আছেন, এ অবস্থায় সালাম দিতে কোনো নিষেধ নেই। সালাম দেওয়া জায়েজ রয়েছে। কারণ, আমাদের যে লাইফস্টাইল রয়েছে, সে অনুযায়ী ওয়াশরুমগুলো অনেক বড় হয়, অনেক জায়গা থাকে। সেখানে মূলত অজু করা, মুখ ধোয়া, ফ্রেশ হওয়া ইত্যাদি কাজ করা হয়। এটাকে শুধু টয়লেট হিসেবে বিবেচনা না করে ওয়াশরুম হিসেবে বিবেচনা করলে আমরা দেখতে পারব, এখানে অনেক কিছু হয়ে থাকে। এখানে পরস্পর দেখা হলে আমরা কুশল বিনিময় করতে পারি। সেখানে সালাম দেওয়াটাও জায়েজ, নাজায়েজ নয়, হারাম কিছু্‌ই না।


সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''