বেশ কিছুদিন আগে চীনা মাইক্রোব্লগিং সাইট উইবোতে এম৭ পাওয়ার স্মার্টফোন উন্মোচনের তারিখ ঘোষণা করেছিল জিয়োনি। আর এবারও সেই তারিখের কথা মনে করিয়ে দিলো চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠান পাঠানো টিজার অনুযায়ী জিয়োনি এম৭ স্মার্টফোনটি ২৫ সেপ্টেম্বর চীনে উন্মোচিত হবে।
টিজারে ডিভাইসের নাম এবং তারিখের পাশাপাশি ডিজাইনও প্রকাশ করা হয়েছে। এম৭ স্মার্টফোনের মাধ্যমে স্যামসাং, অ্যাপল এবং এলজির মতো ১৮:৯ স্ক্রিন আকৃতির ট্রেন্ড অনুসরণ করল জিয়োনি। এই প্রযুক্তির নাম ‘ফুলভিউ ডিসপ্লে’। জিয়োনি গ্লোবাল ফেসবুক পেজে এই ছবিসহ এসব তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ছবিতে ফোনে ৬৪জিবি রম এবং ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে বলেও জানানো হয়েছে।
উইবোতে ফাঁস হওয়া কিছু ছবিতে বলা হয়েছে ফোনটির চারপাশে কম বেজেল থাকবে এবং এটি অপেক্ষাকৃত বড় স্ক্রিনে বাজারে আসবে। ছবিতে স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলা দেখা গেছে এবং এতে অ্যামোলেড স্ক্রিনও থাকবে। ফোনটি গোল্ড এবং ব্লাক রঙে বাজারে আসবে। স্মার্টফোনটি ইতোমধ্যে জিএফএক্সবেঞ্চ মোবাইল বেঞ্চমার্কিং অ্যাপ্লিকেশনে দেখা গেছে। সেখানে স্মার্টফোনটির বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ফোনটিতে ৬ ইঞ্চি ডিসপ্লে (২১৬০*১০৮০ পিক্সেল), ২.৩ গিগাহার্টজ মিডিয়াটেক এমটি৬৭৫৮ প্রসেসর থাকবে। ডিভাইসটিতে ৬জিবি র্যাম এবং ৬৪জিবি রম থাকবে বলেও তথ্য ফাঁস হয়েছে।
তালিকায় বলা হয়েছে ফোনটিতে ১৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। স্মার্টফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে বলেও গুজব উঠেছে।