আসুসের ফোনে ২৩ মেগাপিক্সেল ক্যামেরা

মোবাইল ফোন রিভিউ September 20, 2017 844
আসুসের ফোনে ২৩ মেগাপিক্সেল ক্যামেরা

২৩ মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ একটি ফোন বাজারে এনেছে আসুস। ফোনটির মডেল জেনফোন ভি। এই ফোনটিতে ফুলএইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটিতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর ৮২০ ব্যবহার করা হয়েছে।


আসুস জেনফোন ভি যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাচ্ছে। দেশটির টেলিকম অপারেটির ভেরাইজনের জন্য প্যাকেজে ফোনটি বিক্রি হচ্ছে।


আসুসের নতুন এই ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির ফুলএইচডি অ্যামোলিড ডিসপ্লে। এতে কোয়ালকমের অক্টাকোর স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।


জেনফোন ভির রিয়ার ক্যামেরা ২৩ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। এতে ৪ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানো যাবে।


ব্যাকআপের জন্য ফোনটিতে আছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ইউএসবি টাইপ সি পোর্ট সমৃদ্ধ ফোনটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।