বড় ডিসপ্লেতে আসছে শাওমির ফ্লাগশিপ ফোন

মোবাইল ফোন রিভিউ September 20, 2017 703
বড় ডিসপ্লেতে আসছে শাওমির ফ্লাগশিপ ফোন

অ্যাপলের আইফোন ও স্যামসাংয়ের পরেই বাজার দখল করে আছে শাওমি। নিত্যনতুন ডিজাইন ও কনফিগারেশন সমৃদ্ধ ফোন এনে গ্রাহকদের মন জয় করেছে প্রতিষ্ঠানটি। এবার শাওমির আরেকটি ফোনের তথ্য মিললো। চিরন কোড নেমে ফোনটি তৈরি করছে শাওমি। সম্প্রতি এই ফোনটি বেঞ্চমার্ক ওয়েবসাইট জিএফএক্স বেঞ্চে তালিকাভুক্ত হয়েছে।


জিএফএক্স বেঞ্চের তথ্য অনুযায়ী শাওমি চিরনে থাকছে ৫.৬ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯৮০ পিক্সেল। ডিসপ্লের অ্যাকপেক্ট রেশিও ১৬:৫:৯।


কিউএইচডি রেজুলেশনের ফোনটি শাওমির ফ্লাগশিপ ডিভাইস। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট এবং ৬ জিবি র‌্যাম থাকছে। ফোনটিতে ২৫৬ জিবি বিল্টইন মেমোরি ব্যবহৃত হচ্ছে।


ছবির জন্য ফোনটিতে ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহৃত হবে। এই ক্যামেরায় ফোরকে রেজুলেশন পাওয়া যাবে। সেলফির জন্য ফোনটিতে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার থাকছে।


অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস মিআইউআই ৯ লেয়ার থাকছে।