নতুন তিন ফোন আনছে এইচটিসি

মোবাইল ফোন রিভিউ September 20, 2017 1,401
নতুন তিন ফোন আনছে এইচটিসি

বেশ কিছুদিন ধরে বাজার মন্দা যাচ্ছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এইচটিসির। এরই মাঝে গুঞ্জন উঠেছিল এইচটিসিকে কিনে নিচ্ছে গুগল। কেননা, গুগলের ফোন তৈরি করে আসছে এইচটিসি। তাই প্রতিষ্ঠানটি চাইলে এইচটিসিকে কিনে নিয়ে লাভজনক করতে। কিন্তু এইচটিসির কর্তারা প্রতিষ্ঠানটিরকে বেঁচতে চাইছেন না। তারা এইচটিসিকে লাভজনকভাবে পরিচালনা করতে চাইছেন। এই পরিকল্পনার অংশ হিসেবে নতুন তিনটি ফোন বাজারে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এবছরই ফোন তিনটি বাজারে আনবে এইচটিসি।


এইচটিসির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা টুইট বার্তায় জানিয়েছেন, তিনটি কোডনেমে তৈরি এইচটিসির ফোন। এগুলো হলো-ওশেন মাস্টার, ওশেন হারমোনি এবং ওশেন লাইট।


ফোন তিনটির মধ্যে ওশেন মাস্টারে থাকছে ৬ ইঞ্চির ডিসপ্লে। এতে দুইটি ক্যামেরা থাকবে। একটি হবে ১২ মেগাপিক্সেলের। অন্যটি ৮ মেগাপিক্সেলের। এটি দুইটি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। একটি হবে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি র‌মে। অন্য ভার্সন পাওয়া যাবে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমে।


অন্যদিকে ওশেন লাইট এবং ওশেন হারমনি ফোন দুইটিতে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমে পাওয়া যাবে। ওশেন লাইটে থাকছে ৫.২ ইঞ্চির ডিসপ্লে। হারমনি পাওয়া যাবে ৬ ইঞ্চি ডিসপ্লেতে।


এইচটিসি পরিকল্পনা করছে এবছরের নভেম্বরে ছাড়বে ওশেন মাস্টার ও ওশেন লাইট। ডিসেম্বর পাওয়া যাবে ওশেন হারমনি।