শক্তিশালী ব্যাটারির একটি সেলফি ফোন বাজারে ছেড়েছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান জিওনি। ফোনটির মডেল এক্সওয়ানএস। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
তিন সিমের এই ফোনটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ১২ হাজার ৯৯৯ রুপিতে। কালো ও সোনালি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে।
ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। এতে ১.৫ গিগাহার্জের কোয়াড কোর মিডিয়াটেক এমটি৬৭৩৭টি প্রসেসর ব্যবহার করা হয়েছে।
৩ জিবি র্যাম সমৃদ্ধ এই ফোনটিতে ১৬ জিবি রম ব্যবহার করা হয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
জিওনির নতুন এই ফোনটিতে অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেমের পাশাপাশি অ্যামিগো ৪.০ ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে।
এক্সওয়ানএস মডেলের এই ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরায় এলইডি ফ্লাশ রয়েছে।
ব্যাকআপের জন্য এতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। কানেকটিভিটির জন্য আছে ফোরজি এলটিই, ওয়াইফাই, ব্লটুথ, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং মাইক্রোইউএসবি পোর্ট।