লেনোভোর নতুন চার ট্যাব বাজারে

মোবাইল ফোন রিভিউ September 20, 2017 717
লেনোভোর নতুন চার ট্যাব বাজারে

ট্যাব ফোর সিরিজে নতুন চারটি ট্যাব আনলো লেনোভো। এগুলো হলো ট্যাব ফোর এইট, ট্যাব ফোর এইট প্লাস, ট্যাব ফোর টেন প্লাসের থ্রিজি ভার্সন এবং ট্যাব ফোর টেন প্লাস। এগুলো ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। দাম যথাক্রমে ১২৯৯০, ১৬৯৯০, ২৪৯৯০ এবং ২৯৯৯০ রুপি।


ট্যাবগুলোতে ফিঙ্গারপ্রিন্ট কুইক লগইন ফিচার ব্যবহার করা হয়েছে।


৮ ইঞ্চির ট্যাব ফোর এইটে আছে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি রম। ১০ ইঞ্চির ট্যাব ফোর টেন প্লাসে আছে ৩ জিবি র‌্যাম এবং ১৬ জিবি রম। ট্যাব দুইটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ১.৪ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর সম্বলিত।


ট্যাব ফোর ৮ প্লাস ও ট্যাব ফোর ১০ প্লাসে আছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম। উভয় ডিভাইসে ২.০ গিগাহার্জের কোয়ালকম অক্টাকোর প্রসেসর রয়েছে।


লেনোভো দাবি করছে তাদের নতুন ট্যাবগুলোতে ২০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।